রাকিব হাসান, মাদারীপুর
মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ১২০জন মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাকদী এলাকায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিরা ১কেজি,ছোলা ১কেজি,চিনি ১কেজি,ভেসন আধা কেজি,মুড়ি ১কেজি,তৈল ১কেজি,ডাল ১কেজি,সেমাই ১কেজি,দুধ ১কেজি,পিয়াইজ ৩কেজি, ইউসুফগুলের ভুসি সহ প্রায় এক হাজার দুই শত টাকার খাদ্য সামগ্রী,এ খাদ্য সামগ্রী হতদরিদ্র মাঝে তুলেদেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
পাকদী যুব সংঘের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন