রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে সর্বপ্রথম বেসরকারি ভাবে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বো ধন করা হয়েছে।

শুক্রবার(০৮ সেপ্টেম্বর)  বিকেলে কালকিনি উপ জেলার সৈয়দ আবুল হোসেন কলেজ লাইব্রেরি সংলগ্ন কৃষি ব্যাংকের পিছনে প্রতিষ্ঠানটির কার্যা লয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কালকিনি জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি ষ্ঠাতা কোরিয়ার প্রবাসী বাংলাভিশন টিভির কোরিয়া প্রতিনিধি ইজাজুল হক ও জাপান বিশ্ববিদ্যালয় প্রশি ক্ষক রাসেল হোসাইন এর পরিচালনায় প্রধান অতি থি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,

বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  বাংলাভিশন টিভি ও দৈনিক সম কাল পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি ,মাদারীপুর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, কালকিনি জণকন্ঠ পত্রিকার সাংবাদিক জাফরুল হাসান,প্রতিদিনের বাংলাদেশ ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন,ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসান,সরকারী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম,আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মনিরুজ্জামান,শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠ ননের সভাপতি বি এম রাজিব হোসেন,পৌরসভা ৩ নং ওয়ার্ড সহসভাপতি আবদুল সোবাহান খান, কালকিনি ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইউসুফ আলী মিয়াসহ অনেকে।

এ প্রতিষ্ঠানের উদ্যোগে সকল শিক্ষার্থীকে ভাষা প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে জাপানে পাঠা নোর আশা ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রশিক্ষকরা। প্রতিষ্ঠানটিতে নির্দিষ্ট ফি জমা দিয়ে জাপানিজ ভা ষার কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা।

তাদের সেবা সমূহঃখুবই সহজ উপায়ে জাপানিজ ভাষা পাঠদান,অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরি চালি ত,সততা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, এক্সপার্টদের দিয়ে ফাইল প্রসেসিং,ডকুমেন্টস ঝামেলায় সর্বাত্মক সহায়তা,জাপানে আসার পর চাকরির নিশ্চয়তা প্রদান,পার্ট টাইম জব করে প্রায় দুই লক্ষ টাকা ইনকাম করার সুযোগ ৷

এ সময় উপস্থিত সকলেই জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য কামনা করেছেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *