মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌল তপুর আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারা নোর ঘটনা ঘটেছে।
ওই তিন শিক্ষর্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান টিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রেটিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্রছাএীদের পরীক্ষা শুরু হয়।
এরপর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারায়।
কিছু সময় পরই একই মাদ্রাসার ছাত্রী নদী খাতুন (১৬) ও সুরাইয়া খাতুন (১৬) অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, পরিক্ষা শুরুর প্রায় এক ঘন্টা পর  তিন ছাত্রী অসুস্থ্য হয়ে জ্ঞান হারায়।
তাদের প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফিরে না আসাতে দ্রæত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার পর তাদের জ্ঞান ফিরে আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশির কুমার সানা জানান, অসুস্থ্য অবস্থায় শিক্ষার্থীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেবার পর তাদের জ্ঞান ফিরে আসে।
তিনি জানান, পরিক্ষার মানষিক টেনষনে এমনটা হতে পারে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *