কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পিছিয়েপড়া জনগোষ্ঠীর শিশু ও নারীর অধিকার বিষয়ে এনসিটিএফের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরে পরিত্রাণ-এর আয়োজনে উপজেলা পর্যায়ে স্টে কহোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স সদস্য দের মুখোমুখি সংলাপ বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডার অর্থায়নে ও  প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স( এনসিটি এফ) কেশবপুর উপজেলা শাখার বাস্তবায়নে পরিত্রাণ কার্যা লয়ের সভাকক্ষে ওই মুখোমুখী সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনসিটিএফের সভাপতি প্রসেনজিৎ দাস ও মডারে টরের দায়িত্ব পালন করেন চয়ন দাস।
প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, পৌর মেয়র মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা আও য়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, কেশবপুর ডিগ্রী ক লেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয় ক অফিসার রূপালী রানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড. মিলন মিত্র, ওয়ার্ডের নির্বাহী পরিচা লক সৈয়দ আকমল আলী, অধ্যাপক মছিহুর রহমান, থানার এস আই আব্দুল কাদের, সিএসওর সভাপতি সুফিয়া পারভী ন শিখা ও অধ্যাপক কানাইলাল ভট্রচার্য্য।
আরো বক্তব্য রাখেন, এনসিটিএফের উপজেলার শাখার সাধারণ সম্পাদক আশা দাস, শিশু গবেষক সোনালী দাস, রূপা দাস, জীবন দাস, সোনালী দাস, সুজিত দাস, শ্রাবন্তী দাস, জয়ন্ত দাস, সুভ দাস, শিশু সাংবাদিক শুভ দাস, অন্তি দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সখি দাস প্রমূখ।
শিশু বক্তারা এই মুখোমুখী সংলাপে এলাকার অবকাঠামো গত উন্নয়নে ও শিশু সুরক্ষা, অধিকার, এলাকার উন্নয়নে উত্থাপিত ২০২৪/২৫ বাজেট, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্য বিবা হ, যৌন হয়রানী, নারীর প্রতি সহিংসতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার  বিষয়ে বিশদভাবে দাবি তুলেছেন।
One thought on “কেশবপুরে শিশু ও নারীর অধিকার বিষয়ে  এনসিটিএফের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত”
  1. কেশবপুরে শিশু ও নারীর অধিকার বিষয়ে এনসিটিএফের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *