পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:মানুষ মানুষের জন্যে” কেশবপুরে চলমান তীব্র তাপদাহে মানবতার সেবায় তৃষ্ণার্ত ব্যক্তিদের জন্য উপজেলা পরিষদে বিশুদ্ধ খাবার পানি সরব রাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২মে-২৪) দুপুর থেকে উপজেলা প্রশাস নের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কেশবপুরের সহযোগিতায় ওই পানির ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্র মের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলে ন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রায়হান আহমেদ বাপ্পি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, চলমান তীব্র তাপদাহের ভেতর উপজেলা পরিষদসহ এ এলাকায় বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কেশব পুরের সহযোগিতায় ওই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। তৃষ্ণার্ত ব্যক্তিরা এ পানি পান করে কিছুটা স্বস্তি পাবেন। একটি মহৎ কাজের সূচনা করতে পেরে ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *