চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ১৫ প্রার্থীর মধ্যে জামানত হারিয়ে ছেন ৯ জন।
রোববার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
আইন অনুযায়ী নির্বাচনে জামানত টিকাতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয়।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩০ হাজার ২৮৩টি। সেই হিসাবে জামানত টিকাতে হলে প্রয়োজন ছিল ২৮ হাজার ৭৮৬।
তবে স্বতন্ত্র প্রার্থী এম এ শহিদুর রহমান পেয়েছেন ৯৫৮ ভোট, জাতীয় পাটির মো. সোহরাব হোসেন পেয়েছেন ৫৭১ ভোট, ন্যাশনাল পিপলস পাটির মো. ইদ্রিস চৌধুরি পেয়েছেন ৫৪০ ভোট।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫ হাজার ৮১৪টি। সেই হিসাবে জামানত টিকাতে হলে প্রয়ো জন ছিল ২৫ হাজার ৭২৭ ভোট। তবে জাকের পার্টির মো. আব্দুল লতিফ খান গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৭১টি, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মো. নুর হাকিম পেয়েছেন ২ হাজার ৬৫১টি, স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক ফ্রিজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৯টি, জাতীয় পাটির মো. রবিউল ইসলাম পেয়েছেন ৭৭৮টি, ন্যাশনাল পিপলস পার্টির মো. ইদ্রিস চৌধুরী আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩০ টি ভোট, জাসদের দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *