চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার সুনামধন্য
পিদ্যাপিঠ তরিকুল ইসলাম পৌর কলেজ তার সাফল্যের ধারাবহিকতা অব্যহত রেখেছেন।

গতকাল ঘোষিত এইসএসসি পরীক্ষায় আবারও চৌগাছা সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। তাইতো ফল প্রকাশের
পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

কলেজ সূত্র থেকে জানা গেছে, সদ্য প্রকাশিত এইসএসসি পরীক্ষায় উপজেলার দশটি কলেজের মধ্যে তরিকুল ইসলাম পৌর কলেজ সেরা হয়েছে।

গতকাল ঘোষিত ফলাফলে দেখা গেছে অত্র কলেজ হতে চলতি শিক্ষাবর্ষে

১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৭ জন উত্তীর্ণ হয়েছে।

এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং এ গ্রেড পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬ দশমিক ৪০ যা উপজেলার সব কলেজের থেকে সেরা ফল।

ফলাফল প্রকাশের পর কলেজের সকল শিক্ষক শিক্ষর্থী এমনকি অভিভাবকগন আনন্দে আত্মহারা হয়ে পড়েন। উত্তীর্ণ শিক্ষার্থীরা জানান, ঘোষিত ফলাফলে তারা মহাখুশি।

কলেজের সকল শিক্ষক বিশেষ করে কলেজের অধ্যক্ষের অভিভাবক সুলভ আচারণ ও শিক্ষক সুলভ শাসনের কার নেই তাদের এই সাফল্য।

কলেজ অধ্যক্ষ মনজুরুল আলম লিটু বলেন, যে মহান ব্যক্তির নামে কলেজটি প্রতিষ্ঠিত, জন্মলগ্ন হতে শিক্ষার্থীরা তার নামের প্রতি যথাযথ সম্মান রেখে চলেছে। বারবার এই অভাবনীয় সাফল্যের পিছনে কলেজের একঝাঁক তরুন উদীয়মান শিক্ষক মন্ডলীদের অক্লান্ত পরিশ্রম বেশি অবদান রেখেছে।

এ ছাড়া কলেজ পরিচালনা পরিষদের অবদানও ভুলার নই,
পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আন্তরিকতা এবং অভিভাবকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা বারবার সাফল্য পাচ্ছি।

সামনের দিনে এই সাফল্য ধরে রাখতে তিনি সংশ্লিষ্ঠ সকলের প্রতি আরও আন্তরিক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, চৌগাছার কিতপর শিক্ষানুরাগী ব্যাক্তি ২০০৫ সালে
চৌগাছা কোটচাঁদপুর সড়কে অত্যান্ত মনোরম পরিবেশে ভৈরব নদের পাড়ে তরিকুল ইসলাম পৌর কলেজ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠালগ্ন হতে আকাশচুম্বি ফলাফল অর্জন করে সকলের দৃষ্টি কাড়ে। দুই বার যশোর শিক্ষাবোর্ডে সেরা টপটেনে স্থান করে নেয় তরিকুল ইসলাম পৌর কলেজ।

বেশ কয়েকবার উপজেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *