চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের শান্ত (২৫), শাকিল হো সেন (২৬), ফারুক হোসেন (৩৫) ও লিপু (৩২) না‌মে ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় চোরের দখলে থাকা দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দি‌কে চুয়াডাঙ্গা পুলিশ সুপা‌রের মি‌ডিয়া সেল থে‌কে এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানায়, শুক্রবার সকাল পৌনে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তি তে পুলিশ জানতে পারেন জীবননগর পৌর শহরের হাস পা তাল পাড়ার অনিক হোসেনের বাড়ির সামনে থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্রের দু’ সদস্য।
এ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে পুলিশ পরিদ র্শক (তদন্ত) মো. আবু সাঈদ ও উপ-পরিদর্শক মো. ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স দ্রুত সেখানে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে রেখে নিজেদের মোটরসাই কেল যোগে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে একটি চোরাই মোট রসাইকেলসহ চোর চক্রের ওই দু’জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলো- পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে সাকিব আহম্মেদ খান ওর ফে শান্ত এবং একই উপজেলার বজ্রাপুর গ্রামের আলম হো সেনের ছেলে শাকিল হোসেন।
পরে পুলিশ গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ওই উপজে লার খাঁপুরন্দপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় পুলিশ ওই গ্রামের মৃত আয়নাল সর্দ্দারের ছেলে চো র চক্রের সদস্য ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করেন এবং তার দখলে থাকা একটি কালো রঙের ডিসকভারি মোটরসাইকেল উদ্ধার করেন।
এরপর পুলিশ সদস্যরা ফরিদপুর জেলার মালাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে শশুর বাড়িতে অবস্থানরত মহেশপুর উপ জেলার তৈলটুপি গ্রামের হাসেম মিয়ার ছেলে চোর চক্রে র সদস্য মেহেদী হাসান ওরফে লিপুকে (৩২) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানার মামলা হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপ র্দ করা হয়েছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস.এম. জাবীদ হাসান জানান, চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফ তা রে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *