রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে : “সত্যের পথে অবিরাম” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের বহুল প্রচারিত ‘দৈনিক বাংলার আলো’

পত্রিকাটি আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে বাজারে আসছে নতুন আঙ্গিকে।

এ উপলক্ষে ১০জানুয়ারী শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক উদ্বোধনী অনু ষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক বাংলার আলোর নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন পত্রিকাটির সাফল্য কামনা করে বলেন, পত্রিকা একটি দেশের আয়না স্বরুপ।

ঠাকুরগাঁওয়ে মাদক, দূর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার উপরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই আশা ব্যক্ত করে ন তিনি।

এদিকে পত্রিকাটির সম্পাদক প্রশান্ত কুমার দাস বলেন, আমরা এবারে নতুন আঙ্গিকে বাজারে এই পত্রিকাটি নিয়ে আসছি।

লেখনীর মাধ্যমে সত্যিটাকে সবার মধ্যে তুলে ধরবো। আগা মী ১২ ফেব্রুয়ারি থেকে ঠাকুরগাঁওয়ের বহুল প্রচারিত এই পত্রিকাটি জেলা থেকে শুরু করে প্রতিটি উপজেলায় পাওয়া যাবে বলে জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার আলো প্রত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনছুর আলী সহ জেলা উপজেলার বি ভিন্ন গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলার সার্কুলেশন ম্যানে জার ও দৈনিক আশ্রয় প্রতিদিন ঠাকুরগাও প্রতিনিধি মিজা নুর রহমান রানা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *