আকিমুল ইসলাম  চুয়াডাঙ্গা প্রতিনিধি:
 টানা ৪০ দিন তাপপ্রবাহ শেষে অবশেষে চুয়াডাঙ্গায় কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে। জনজীবনে ফিরেছে স্বস্তি।
গত সোমবার (৬ মে)  সন্ধ্যা ৭ টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। টানা একমাস প্রচন্ড দাবদাহের পর এই বৃষ্টি এলাকার মানুষে র মধ্যে আনন্দ উৎসব পরিলক্ষিত হয়েছে।
চুয়াডাঙ্গা  জেলায় গত ৪০ দিনের বেশি সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিন ৪০ থেকে ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমা ত্রা বিরাজ করেছে।
এরই মধ্যে গত ১ মে দেশের সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
(৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রী ২৯ এপ্রিল ৪৩ ডিগ্রী সেল সিয়াস তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস ওঠে।
এভাবে তাপমাত্রার পারদ উঠতে থাকায় এ জেলার জনজী বন কার্যত অচল হয়ে পড়ে। প্রতিদিন সকাল থেকে প্রখর রোদ আর প্রচন্ড গরমে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।
বন্ধ ঘোষনা করা হয় স্কুল কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার ওঠে।
এমন পরিস্তিতিতে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বার্তা দেন মে মাসের প্রথম সপ্তাহের দিকে বুষ্টি হতে পারে।
আজ ৬মে সোমবার বিকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে।  দিকে চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টির দেখা মেলে।
স্বস্তির এই বৃষ্টি শুরু হওয়ায় অনেককেই রাস্তায় নেমে আসতে দেখা গেছে। জনমনে ফিরেছে স্বস্তি।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ বৃষ্টি শুরু হওয়া তাপমাত্রা কমে আসবে।
আগামী ১৩ মে পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকবে। ১৩ তারিখ পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তবে খুব বেশি না। আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *