রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলায় প্রতি বছরই শীত আগে পড়ে। এ বছরও ঠিক তেমনি। জেলায় এখন শীতের আবহ বিরাজ করছে।
সন্ধ্যা হলেই পড়ছে কুয়াশা। থাকছে ভোর পর্যন্ত। ভোরের মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতা ও ধানের ডগায় শিশি রবিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। রাতভর পড়ছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা।
সকাল ৭টা পর্যন্ত থাকছে কুয়াশা। এদিকে আবহাওয়া অফিস বলছে, সামনে আরও বাড়বে শীতের তীব্রতা।
সারেজমিন দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ঝিলিক। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তার মতো শিশির কণা জমে আছে।
কুয়াশার চাদরে ঢেকে থাকছে রাস্তাঘাট। এ সময় সড়কে যানবাহন চলছে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে। এসবই জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে শীত। হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলের এই জেলায়। শহরের বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় পথচারী আকবর আলীর সঙ্গে।
তিনি জানান, সারা দিন গরম থাকে কিন্তু রাতে ও ভোরে শীত অনুভূত হয়। আমাদের জেলায় শীত একটু বেশি। সকালে বড় মাঠে হাঁটতে আসা খালেকুর রহমান বলেন, শীতের সকালে হাঁটতে ভালোই লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *