রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ নর্দান ইলেক ট্রি সিটি সাপ্লাই কোম্পানী লি: (নেসকো)’র গ্রাহক সেবার মানোন্ন য়নে র লক্ষ্যে “গ্রাহক ও অংশীজনের অংশগ্র হনে” গণশুনানী অনুষ্ঠিত হয়। 
রোববার ঠাকুরগাঁও নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের সভাকক্ষে এ গণশুনানীর আয়োজন করা হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী নেসকো পিএলসি ঠাকুরগাঁ ওয়ের আয়ো জনে ঠাকুরগাঁও নেসকো পিএলসি’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতি: দায়িত্ব) মো: সিরা জুল ইসলামের সভা পতিত্বে গণশুনাণীতে অংশ নিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি নেসকো পিএলসি দিনাজ পুরের পরি চালন ও সংরক্ষণ সার্কেলের তত্তাব ধায়ক প্রকৌ শলী (এসই) মো: ফরিদুল হাসান, ঠাকুরগাঁও প্রেসকাব সভা পতি মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেসকো ঠাকুর গাঁওয়ে সহকারী প্রকৌশলী মোছা: মুক্তা মনি, উপ-সহকারী প্রকৌশলী মো: ছাদেকুল ইসলাম,  রশিদুল ইসলা মসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় গণশু নানীতে বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করা হয় এবং তা সমাধানে কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *