চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার ঐতিহ্য বাহি চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিংকমিটির নির্বা চন উপলক্ষে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান সভা পতির ব্যতিরেখে নিজের পছন্দমত রেজুলেশন করে নিবাচনের প্রস্তুতি নিচ্ছে ন।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরা বর লিখিত দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি পান্নু আহম্মেদ বিশ্বাস।

অভিযোগে বলা হয়েছে, চাঁদপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসা বে রেজুলেশন বহি, নোটিশ বহি ও অন্যান্য রেজিস্ট্রারসহ স মুদয় কাগজপত্র তার হেফাজতে রাখে ছেন।

প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্কুলের
ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ব্যতিরেখে এজেন্ডা বহির্ভূত বিভি ন্ন সিদ্ধান্ত রেজুলেশনে উল্লেখ করে কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে স্বাক্ষর করিয়ে নেন।

ফলে এ নিয়ে কমি টির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ কর ছে।

অভিযোগে বলা হয় গত ৩ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদান ও গ্রহন ১ নভেম্বর থে কে ৫ নভেম্বর পর্যন্ত, বাছাই ও বৈধ প্রার্থীর নাম ঘোষনা ৭ ন ভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত তালিকা প্রকাশ ৯ নভে ম্বর ও নির্বাচনের তারিখ ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বি কাল ৪ টা পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গন।

কিন্তু নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষক তার ইচ্ছামতো কমিটি গঠনের লক্ষ্যে বিগত ১০সেপ্টেম্বর নির্বাচন কমিটি প্রসংঙ্গে এজে ন্ডা লিপিবদ্ধকরণ,রেজুলেশন লিখিত করে অধিকাংশ অভিভাবক সদস্যকে ভুল বুঝিয়ে স্বাক্ষর করে নিয়েছেন।

কিন্তু নিয়ম হচ্ছে ম্যানেজিং কমিটির সভা আহবান করা। অথচ সেটা তিনি করেননি।

অভিযোগে বলা হয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি
বিষয়টি অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে সদস্যদের নি কট থেকে স্বাক্ষর নেয়ার বিষয় জানতে চাইলে তিনি অসদ আচারণ করেন।এছাড়া তিনি বলেন আমি জবাব দিতে বাধ্য না।

এ বিষয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে অভিযোগ দেয়া হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।

এ ব্যাপারে বর্তমান সভাপতি পান্নু আহম্মেদ বিশ্বাস বলেন, নির্বাচন উপলক্ষে ম্যানেজিং কমিটির সভা হয়নি।

প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমত রেজুলেশন করে সদস্যদের নিকট স্বাক্ষর করিয়ে নিয়েছেন।

নির্বাচনে কারা ভোটার সেটাও প্রকাশ করা হয়নি। তিনি বলে ন, নিয়ম ও স্বচ্ছতার সাথে নির্বাচন হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অভিযোগের বিষয়টি এ বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

অনিয়ম থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *