মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ কয়েকদিনের প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারনে নওগাঁ জেলায় বোরো বীজতলা এবং আলুর মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে।

বীজতলা ক্ষতির কারনে আসন্ন বোরো মওসুমে বোরো ধান
রোপনের ক্ষেত্রে ধার্যকৃত লক্ষমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আলুর মারাত্মক ক্ষতির কারনে উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে কৃষকরদের মধ্যে দারুনভাবে হতাশা দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া স্বাভাবিক হলে তেমন কোন
ক্ষতির আশঙ্কা নেই।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি মওসুমে জেলায় মোট ২০ হাজাার৮শ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। বিশেষ করে টানা ঘন কুয়াশার কারনে জমিতে আলু মরে যেতে শুরু করেছে।

আলুর পাতা, ডাল সবকিছু মরে যাচ্ছে। এমন কি তোন তোন জমিতে আলুর গাছে গাছে একটি পাতাও আস্ত নাই।

কৃষকরা প্রায় প্রতিদিন কীটনাশক প্রয়োগ করছেন।

তাতে কোন ফল হচ্ছেনা। এমন কি এখন কৃষি বিভাগের কি পরামর্শ তাও তারা পাচ্ছেন না।

স্বাভাবিকভাবে এসব জমিতে প্রতিবিঘায় ৬০ থেকে ৮০ মন হারে আলু উৎপাদিত হয়ে থাকে অন্য বছরগুলোতে।

এ বছর এমন এমন অবস্থা প্রতি বিঘা জমি থেকে ৫/৬০ মন আলু উৎপাদিত হওয়ার সম্ভাবনা নাই। অথচ কমপক্ষে বিঘা প্রতি উৎপাদন খর হয়েছে ৬ থেকে ৮ হাজার টাকা। উৎপাদন খরচও ঘরে তুলতে পারবেন না কৃষকরা।

কাজেই তারা ভীষনভাবে উদ্বগ্নি ।

এদিকে বর্তমান বোরো মওসুমে জেলায় বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারিত হে য়ছে ১ লাখ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে।

কৃষকরা এই জমিতে বোরো রোপনের জন্য প্রয়োজ নীয় ১০ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে বীজতলা তৈরী করে ছেন। ঘন দীর্ঘ ঘন কুয়াশা আর প্রচন্ড শীত

বোরো চারা’র জন্য খুবই স্পর্শকাতর। দীর্ঘ ঘন কুয়াশা আর শীতের কারনে বীজতলায় চারা বিবর্ন হতে শুরু করেছে। তোন তোন বীজতলায় চারা লালচে আবার কোন কোন বীজতলায় চারা সাদাটে বা তামাটে বর্ণ ধারন করতে শুরু করেছে।

কুয়াশা আর তীব্র শীত আরও প্রলম্বিত হলে এসব চারাকে আর বাঁচানো সম্ভব হবে না। ফলে জমিতে বোরো ধানের
চারা রোপন অসম্ভব হয়ে পড়বে।

এর ফলে ধার্যকৃত লক্ষমাত্রা অর্জিত হওয়া অসম্ভব হয়ে পড়বে। আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা।

এদিকে কৃষি সম্প্রসারন উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন এখনও আলু বা বোরো চারা এখনও ক্ষতির কারন হয়নি।

আবহাওয়া যদি স্বাভাবিক হয়ে যায় ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে। কিন্তু এই পরিস্থিতি যদি আরও দীর্ঘ হয় তখন ক্ষতি হতে পারে।

তবে কৃষকদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে যাতে বিশেষ করে আলু আর বোরো বীজতলা ক্ষতিগ্রস্থ না হয়।

One thought on “তীব্র শীত ও ঘন কুয়াশায় নওগাঁয় বোরো বীজতলা ও আলুর ব্যাপক ক্ষতি”
  1. তীব্র শীত ও ঘন কুয়াশায় নওগাঁয় বোরো বীজতলা ও আলুর ব্যাপক ক্ষতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *