মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় আশার আলো অটি স্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম ও বুদ্ধিপ্রতি বন্ধী তা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়ে ছে।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্ম সূচি- ২০২৩ -২৪এর আওতায় ও নওগাঁ জেলা ক্রীড়া অফি সের ব্যবস্থা পনায় সোমবার (১১ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতি যো গিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬০ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতি বন্ধী ছেলে-মেয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জেলা ক্রী ড়া অফিসার আবু জাফর মাহমু দুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুর স্কার বিতরণ করেন জেলা সমা জসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলে জের অধ্যক্ষ (অবঃ) মোঃ শরিফুল ইসলাম খান, জেলা তথ্য অফিস নওগাঁর উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসু দুল ইসলাম, জেলা লাইব্রেরিয়ান এস এম আসিফ, বিশিষ্ট চিকি ৎসক মাইনুল হক দুলদুল, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *