স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়ায় মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে অপহরণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীরা।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ অপরহণের ঘটনাটি ঘটে। পরে মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীরা ঢাকা-রাজ শাহী মহাসড়ক অবরোধ করে।

অবরোধ চলাকালে বিড়ালদহ বাজার এলাকার ঢাকা-রাজ শাহী মহাসড়কের দ্ইু পাশের্^ যানবাহ চলাচলা বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশের্^ দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানাগেছে, বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদ্রাসার কমিটি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে অপরিচিত কতিপয় যুবক একটি প্রাইভেট কার নিয়ে মাদ্রা সার ক্যাম্পাসে প্রবেশ করে।

এসময় তারা অধ্যক্ষর খোঁজ করতে শুরু করে। পরে অধ্য ক্ষের কক্ষে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ব্যবহৃত গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রিরা জানার পর বিড়ালদহ বাজারসংলগ্ন ঢাকা-রাজাশাহী মহাসড়ক অবরোধ করে।

এসময় তারা প্রায় দেড় ঘন্টা অবরোধ চলে। অবরোধ চলা কালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আপহরেণর শিকার অধ্যক্ষ হাবিবুর
রহমানকে উদ্ধারের আশ^াস দিলে তারা আবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল আলম জানান, আমারা খবর পেয়ে সেখানে উপস্থিত হই। অবরোধকারীদের তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে তারা অবরোধ প্রত্যাহার করে।

পরে অপহৃত অধ্যক্ষকে উদ্ধার করে মাদ্রাসায় ফিরিয়ে দেওয়া হয় বলে এ কর্মকর্তা জানান। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *