চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার কৃতি সন্তা ন লন্ডন প্রবাসী হাসান মাহমুদ রাজ লন্ডন বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মাষ্টার্সে ফাষ্ট ক্লাস ফাষ্ট পাওয়ার গৌরব অর্জন করেছেন।

গত শরিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অনাড়ম্বর অনুষ্ঠা নের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। তার এই অভাবনীয় সাফল্যে বাংলাদেশে পিতা মাতাসহ পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।

অভিনন্দন জানিয়েছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও চৌগাছার গণমাধ্যম কর্মীরা।

চৌগাছার থানাপাড়ার বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী সুলতান মাহমুদ ও মাতা প্রতিভা এডাস স্কুলের ইনচার্জ রোজী মাহমু দের একমাত্র ছেলে হাসান মাহমুদ রাজ।

শিক্ষার্থী ভিসায় ২০০৯ সালে তিনি লন্ডনে যান। সেখানে
পড়ালেখা শেষ করে চাকরী করার পাশাপাশি লন্ডনের নাগরিকত্বের জন্য আবেদন করে সফল হন।

বর্তমানে তিনি লন্ডনের একটি প্রতিষ্ঠানে টেকনোলোজি প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন।

চাকরীর পাশাপাশি সর্বোচ্চ ডিগ্রী অর্জনে লেখাপড়া অব্যহত রাখেন।

লন্ডন সাফক বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

গত ১৪ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ মিঃ হেলিন ই ল্যাংলোনের
নিকট হতে হাসান মাহমুদ রাজ সনদ গ্রহন করেন।

চৌগাছান সন্তান হাসান মাহমুদ রাজের এমন সাফল্যে পরিবার ও তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আনন্দিত।

চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, ২০০৩ সালে এই বিদ্যালয় হতে রাজ এসএসসি পাশ করে।

অত্যান্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে স্কুলের সকল শিক্ষকই তাকে ভাল বাসতো। তার এই সাফল্যে আমরা আনন্দিত।

অনুরুপ ভাবে চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল বলেন, ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ হতে হাসান মাহমুদ রাজ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।

লন্ডন বিশ্ববিদ্যালয় হতে এমন সাফল্য অর্জন করায় আমরা গর্বিত, তার আরও সাফল্য কামনা করছি।

এ দিকে সাংবাদিক প্রিয় হিসেবে পরিচিত হাসান মাহমুদ রাজের এমন সাফল্যে আনন্দিত প্রেসক্লাব চৌগাছা ও রিপো র্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

এক প্রতিক্রিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশের মাটিতে পা রাখলেই রাজ ক্লাবে আসবেন এবং সকল সাংবাদিকের

খোঁজ খবর নেবেন। প্রিয় রাজের এই সাফল্যে পরিবারের সাথে আমরাও আনন্দিত অভিনন্দন রাজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *