সাতক্ষীরা প্রতিনিধি:
নিরাপদ খাদ্যের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

সোমবার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষে খাদ্যের সার্বভৌমত্ব ফিরিয়ে দাও’ শ্লোগানকে সাম নে রেখে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর সহায়তায় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আহবানে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময়ে উপকূলীয় মানুষ ‘সকল প্রাণীর জন্য নিরাপদ খাদ্য চাই, ‘খাদ্যই কথা, খাদ্যই পুষ্টি’, ‘খাদ্যমান জীবন বাঁচায়’ প্রভৃ তি শ্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে নিরাপদ খাদ্যের দাবিতে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ গাজী, জনসংগঠন সমন্বয় কমিটির সদস্য অল্পনা রানী মিস্ত্রি,কৌশল্যা মুন্ডা প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে শিশু খাদ্যের নিরাপত্তা নেই, সেখানে সকলের খাদ্য নিরাপত্তা দিবাস্বপ্ন মাত্র। মৌলিক অধিকার হিসেবে আমরা খাদ্যের নিরাপত্তা চাই।

ভেজাল মিশ্রিত খাবার গ্রহণের ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন
নতুন রোগে আক্রান্ত হচ্ছে।

অর্থাভাবে চিকিৎসার অভাবে তারা ধুকে ধুকে মরছে। এর থেকে পরিত্রাণ চাই।

বক্তারা খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের জন্য যথাযথভাবে আইন প্রয়োগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *