স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার বানেশ^র হাটে নকল কীটনাশক জব্দ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বানেশ^রের চাউলহাটায় মেরি কীটনাশক ও বীজ ভান্ডার নামক দোকান থেকে নকল কীটনাশক জব্দ করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ
ম্যাজিস্টেড ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। এছাড়াও মেরি কীটনাশক ও বীজ ভান্ডা রের কীটনাশক বিক্রয়ের লাইসেন্স না থাকায় দোকা নের মালিক জামাল উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতি রানী সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার নিভাস সরকারসহ পুঠিয়া থানার পুলিশ সদস্যগণ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মেরি কিট নাশক ও বীজ ভান্ডারের মালিক জামাল উদ্দিন সিন জেন্টা কোম্পনীর এমিস্টার টপসহ তার দোকানে বেশ কিছু নকল কীটনাশক বিক্রয় করছিলেন। এ ধরনের অভিযোগের ভিত্তি তে পুঠিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ দোকা নটিকে নজরদারীতে রাখেন। পরে এ বিষয়টির সত্যতা
পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলে ন, মেরি কীটনাশকের মালিক জামাল উদ্দিনের কীট নাশক বিক্রয়ের লাইসেন্স নাই এছাড়াও তিনি নকল কীটনাশ বিক্র য় করছে।

এর আগেও আনেক বার তার কাছ থেকে নকল কীটনাশক জব্দ করা হয়েছে। এইসব নকল কীটনাশক জমিতে ব্যবহা রের ফলে জমির গুনাগুন নষ্ট হচ্ছে।

এতে ফসলের উৎপাদন ব্যহৃত হচ্ছে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আগামীতে কোন কৃষক নকল, ভেজাল ও নি¤œমানের সার, বীজ ও কীটনাশক ক্রয় করে প্রতারিত না হয় সেদিকে পুঠিয়া উপজেলা কৃষি বিভাগ সবসময় মাঠ পর্যায়ে নজরদারি রাখ বে বলে এ কর্মকর্তা জানান।পরে জব্দকৃত নকল কীটনাশক ধ্বংস করা হয়। #

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *