শৈলকূপা ( ঝিনাইদহ)  সংবাদদাতাঃ  শৈলকুপার লাঙ্গলবাঁধ মাতৃছায়া বিদ্যানিকেতনে শুক্রবার দুপুরে ২০২২সালের বৃত্তি পরিক্ষায় শতভাগ ট্যালেন্টফুলে বৃত্তি পেয়ে ঝিনাইদহ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় কৃতি শিক্ষার্থীদের এক সংব র্ধণা অনুষ্ঠান ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে  গত বছর  এই বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ নিয়ে সবাই শতভাগ ট্যালেন্টপুলে জেলার প্রথম স্থান অধিকার  করায়  সেই সকল শিক্ষার্থীদের সং বর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে  মাসুদুর রহমানের সভা পতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী,   লাঙ্গলবাঁধ মাধ্য মিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সনোজিৎ কুমার কুন্ডু,লাঙ্গলবাঁধ বাজারে  আইএফআইসি ব্যাংকের ম্যানে জার বেলাল হোসেন,ঝিনাইদহ জেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান,আদিল উদ্দিন ডিগ্রি কলে জের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, শৈলকূপা প্রেসক্লাবের সহসভাপতি মফিজুল ইসলাম, রেজাউল ইস লাম, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রদর্শক মাহবুব উদ্দিন,  আওধা মাধ্যমিক বিদ্যালয়ের সহ কারী প্রধানশিক্ষক  ফিরােজ আহম্মদ, সাবেক  প্রধান শিক্ষক  সুফি আবদুল কাদেরসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *