এস ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে শেয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর থেকে উপজেলার ঢুষপাড়া ও উধনপাড়া মাঠে শেয়ালের আক্রমণের এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি শেয়ালকে পিটিয়ে মেরে ফেলে।

আহতরা হলেন, ঢুষপাড়া গ্রামের মাজ দার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল (৫০), উধনপাড়া গ্রামের রফিকুল (৩৫) ও অমৃতপাড়া গ্রামের কলিম উদ্দিন (৪৫)।

শেয়ালের কামড়ে আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুর পর্যন্ত শেয়ালের আক্রমনে ৩ গ্রামের ৭জন আহত হয়েছে।

এদিকে শিয়ালের কাম ড়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় ঢুষপাড়া, রহিমপুর, আকবরপুর উধন পাড়া, অমৃতপাড়া ও পাইকপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বলেন, শিয়ালের কামড়ে আহত ৭জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন এর প্রথম ডোজ দিয়ে পরবর্তী ৪টি ধাপে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *