ডেস্ক নিউজ:৫০০ রিংগিত জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে ‘অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিচ্ছে সেদেশের সরকার।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল একথা বলেছেন।
সেদেশের সরকারের তরফে বলা হয়েছে কোনো রকম পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশে করে থাকলে তাদের ৫০০ রিংগি ত জরিমানা দিতে হবে।
সাইফুদ্দিন বলেন, ‘ফ্রিজ তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কৃষি, উৎপাদন, নির্মাণ, কৃষিকাজ, এবং পরিষে বার (রেস্তোরাঁ) মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য প্রয়োজনীয় বিদেশি শ্রম যথেষ্ট।’
এছাড়া মন্ত্রীসভা অভিবাসী কর্মীদের আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি ওয়ান—স্টপ সেন্টার প্রতিষ্ঠা করতেও সম্মত হয়েছে, যার নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’