ডেস্ক নিউজ:বাংলাদেশের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

গত সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার (১০ এপ্রিল) মধ্য প্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদু ল ফিতর উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিত র উদযাপিত হবে।

সে অনুযায়ী আগামীকাল চট্টগ্রাম, শেরপুর, বরিশাল, মৌল ভীবাজার, সুনামগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, ভোলা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়ত পুর, পটুয়াখালী, জামালপুর, বরগুনাসহ অনেক জেলার বিভিন্ন গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাই ক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

 

One thought on “আজও চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *