চৌগাছা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও বিদায় এবং দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চৌগাছা মৃধা পাড়া মহিলা কলেজের “হলরুমে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ ও বিদায় এবং দোয়ার অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান সভাপতিত্ব করেন।

অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তোমরা যাতে সমাজের ও পরিবারের বোঝা না হও সে জন্য তোমাদের আরও ভাল করে লেখাপড়া শি খে তোমাদের আত্ম নির্ভরশীল হতে হবে।

তোমাদের দেশের নামিদামী শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করতে হবে। এখন ছেলে আর মেয়ে আলাদা করে দেখা হয় না। এখন মেয়েরা চাকুরী থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত করছে। তোমারাই আগামীদিনে দেশ গঠনে অগ্রনী পালন করবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ মোঃ আলমগীর সিদ্দিক,সহকারী অধ্যাপক তিতুমি র রহমান,আক্তারুজ্জামান,আবুল কালাম আজাদ, নাছির উদ্দীন, প্রভাষক অমেদুল ইসলাম প্রমূখ।

এ অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহানুর হোসেন।

এ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

One thought on “চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়ার অনুষ্ঠান”
  1. চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়ার অনুষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *