মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাইয়ে ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে শ্যালোমেশিন চালিত ভটভটি উল্টে মাহাবুব ১৮) নামে চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের
আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে মর্মান্তিক এই
দুর্ঘটনাটি ঘটে। নিহত গাড়ীর চালক মাহাবুব উপজেলার
সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে। আহতরা হলেন, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল, সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল।

প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ফারুক বাচ্চু জানায়, সকালে মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিলেন ভটভটি গাড়ীটি। নওগাঁ- নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে পৌঁছলে অপরদিক হতে দুটি ভ্যানগাড়ী আসায় তাদের সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি গাড়ী উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ভটভটির চালক মাহাবুব মারা যায়
এবং ৩জন আহত হয়।

আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার
বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *