স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া তন্ময় ট্রাভেলসের মালিক শাহ আমল কালুর বিরুদ্ধে হাত-পা বেঁধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার কর্মচারীর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে পুঠিয়া পৌর এলাকার (পূর্ব-কানাইপাড়া) গ্রামের কালুর নিজ বাড়িতে।
আজ (১৪ মার্চ) দুপুরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসে ভুক্তভোগী সেই নারী।
অভিযুক্ত শাহ আলম কালু (৬০) পুঠিয়া পৌর এলাকার পূর্ব কানাইপাড়া গ্রামের মৃত ভেগা কবিরাজের ছেলে।
ঘটনাটির পর থেকেই ভুক্তভোগী ও তার পরিবার লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেছে তার স্বামী বাস-সুপারভাইজার রানা আলী। আরো জানিয়েছেন আজ উপ জেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসা জন্য এসেছিলাম কিন্তু বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দল-বল নিয়ে অভিযুক্ত কালুর ছেলে শাকিলের নেতৃত্বে তাদের ওপরে আক্রমণের চেষ্টা করে।
স্থানীয়রা বাধা দিলে  অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উক্ত বিষয়ে থানায় যদি অভিযোগ করি তবে প্রাণে মেরে ফে লার হুমকিও দেয় শাকিল ও তার সহযোগীরা।
ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি বলেন, গত বিশ দিন আগে রাতে তার স্বামী বাসায় না থাকায় ফাঁকা বাসায় একা ছিল।
পরে কৌশলে সেখানে হাজির হয়ে জোরপূর্ব ঘরে প্রবেশকরে কালু।
ভুক্তভোগী বাধা দিলে হাত-পা বেঁধে দীর্ঘ সময় ধরে তাকে যৌন নির্যাতন করে।
উক্ত ঘটনাটি লোকমুখে জানাজানি হলে কালুর সহযোগীরা রানাকে ডেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ উঠেছে।
ওই ঘটনাটির কিছুদিন পরেই ফাঁকা বাসায় একা পেয়ে জোর পূর্বক দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে কৌশলে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহ্ আলম কালুর সাথে একা ধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
 ঘটনাটির পর থেকে স্থানীয়দের মধ্য ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
তবে যৌন নির্যাতনের ঘটনায় এখনও কোন অভিযোগ  করা হয়নি বলে জানিয়েছেন,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।
তিনি বলেন, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
One thought on “পুঠিয়ায় কর্মচারীর স্ত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ মালিকের বিরুদ্ধে”
  1. পুঠিয়ায় কর্মচারীর স্ত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ মালিকের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *