চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ ভিয়েতনামে ভভিনাম বিশ্বকাপে জাতীয় দলের হয়ে অংশ নিতে যাচ্ছে চৌগাছার কৃতি সন্তান নাঈমুর রহমান শুভ।

আগামী ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ভিয়েতনামের হো চি
মিন সিটিতে অনুষ্ঠিত হবে ৭ম ভভিনাম বিশ্বকাপ ২০২৩।
ভভিনাম বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৫ জন খেলোয়াড় অংশ নিবেন।

নাঈমুর রহমান শুভ ছাড়াও বিশ্বকাপে অংশ নিবেন তবিবুর রহমান,মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ জুনায়েদ হোসেন ও শাহ আলম।

চৌগাছার কৃতি সন্তান নাঈমুর রহমান শুভ পৌরসভার পোস্ট অফিস পাড়ার নিছার উদ্দিন ও নূরজাহান বেগমের ছোট ছে লে। তিনি সাভাতে ফ্রেন্স কিকবক্সিং জাতীয় দলের খে লো য়াড়।

এছাড়া এশিয়ান সিলভার মেডালিস্ট ২০২২, জাতীয় গোল্ড মেডালিস্ট ২০২২ ও জাতীয় গোল্ড মেডালিস্ট ২০২৩ অর্জন করেছেন এই কৃতি খেলোয়াড়।

নাঈমুর রহমান শুভ’র বড় ভাই সাজ্জাদ হোসেন মিল্টন বলেন, ছোট ভাইয়ের অর্জনে আমরা খুবই আনন্দিত।

ভবিষ্যতে দেশের সুনাম যেন অক্ষুন্ন রাখতে পারে এই কামনা করছি। তিনি জানান, ২১ নভেম্বর রাতে খেলোয়াড়রা ভিয়েত নামের উদ্দেশ্য রওনা দিবেন। এ জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *