স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের চৌগাছা বাজারের হলু দহাটায় জেলা পরিষদের ২৪ শতক জমি বেদখল হয়ে গে ছে।

স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে জায়গাটি দখল করে
নিয়েছেন। সেখালে একতলা মার্কেটসহ দোকানঘর রমরমা
ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

দশ বছরের অধিক সময় ধরে জায়গাটি বেদখল থাকলেও কর্তৃপক্ষের কোন ধরণের নজরদারি নেই।

যার ফলে জেলা পরিষদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

জায়গাটি লিজ দিলে নিয় মিত একটি মোটা অংকের রাজস্ব জেলা পরিষদের ফান্ডে জমা হতো।

সরেজমিনে দেখা গেছে, যশোর জেলা পরিষদের ২৪ শতক
জমি রয়েছে চৌগাছা বাজারের হলুদহাটায়।

১৭১ নং চৌ গাছা মৌজায় যার খতিয়ান নম্বর এস এ ৪৪ ও দাগ নম্বরও ৪৪।

ওই জায়গাটি পুড়াপাড়া-মহেশপুর বাসস্ট্যা ন্ডের পাশে অব স্থিত কপোতাক্ষ নদীর পাড়ে। মেইন সড়ক ও নদীর পাশে হও য়ায় পরিবেশটি অত্যান্ত মনোরম।

এখানে জেলা পরিষদের পক্ষ থেকে বহুতল বিশিষ্ট মার্কেট তৈরি করা হলে সবার দৃষ্টি আকর্ষণ করবে। সেইসাথে অবৈধ স্থাপনাও উচ্ছেদ করার সুযোগ হবে।

কিন্তু সুন্দর জায়গাটি দখল করে মুষ্টিমেয় কয়েকজন দখল দার সুবিধা হাতিয়েনিচ্ছেন।

জেলা পরিষদকে রাজস্ব থেকেও বঞ্চিত করছেন। ২৪ শতক জায়গার মধ্যে অবৈধ ভাবে স্থাপনা গড়ে তুলেছেন আব্দুস সা লাম। তার একতলা বিশিষ্ট টিনসেডের একটি মার্কেট রয়ে ছে।

মার্কেটের পাশে কপোতক্ষ নদীর সীমানায় তার তিনতলা বস তবাড়ি।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি জেলা পরিষদের জায় গা দখল করে মার্কেটনির্মাণ করেছেন। নদীর জায়গা দখল করে বাড়ি করেছেন।

বাড়িতে প্রবেশের জন্য জেলা পরিষদের দখল করে তার ব্য ক্তি রাস্তা বানিয়েছেন।

এছাড়াও দখলদারদের মধ্যে স্থানীয়, শিমুল হোসেন একটি দোকান,ইমান আলী একটি দোকান, চান্দু মিয়া একটি দো কান,আব্দুল মজিদ একটি দোকান, শহিদুল ইসলাম একটি দোকান, মিঠু একটি দো কান, আব্দুল জলিল একটি দো কা ন, আক্তার হোসেন একটি দোকান, নাজমুল হোসেন এক টি নির্মাণ করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।মার্কেটটি সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে।

ব্যবসায়িরা আর্থি কভাবে বেশ লাভবান। কিন্তু জায়গার মালি ক জেলা পরিষ দের ফান্ডে একটি সিকি আনা ওপড়ে না।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, চৌগাছা বাজারে হ লুদহাটায় জেলা পরিষদের জায়গা দখল করে মার্কেট নির্মা ণ করেছেন মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি।

যার মূল কলকাটি নড়ছেন আব্দুস সালাম। তিনিপেশীশক্তির জোরে এসব করছেন।

তারা জেলা পরিষদকে রাজস্ব থেকে বঞ্চিত করছেন। এসব উচ্ছেদ করে একটি বহুতলবিশিষ্ট মা র্কেট নির্মাণ করা হলে অনেকে এখানেব্যবসা করার সুযোগ পেতেন। জেলা পরিষ দও লাভবান হতো।

এদের বিরুদ্ধে দ্রুতই উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন। সেইসাথে অর্থনৈতিকভাবে জরিমানা করাও উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, সাধারণ ব্যবসায়ীদের দাবি দ্রুতই জেলা পরিষদের দখল মুক্তকরা হোক।

ব্যবসায়ীদের কল্যাণে একটি বহুতল বিশিষ্টমার্কেট করা প্র য়োজন।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহ মানের সাথ কথা হয়। তিনি বলেন চৌগাছা বাজারে হলুদ হা টায় জেলা পরিষদের ২৪ শতক জায়গা রয়েছে।

জায়গাটি বেদখল অবস্থায় আছেন। দ্রুতই নোটিশ করা হবে দখলদারদের চলে যাওয়ার জন্য। তারা চলে না গেলে উচ্ছে দ অভিযান পরিচালনা করা হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান  জানিয়ে ছেন চৌগাছা হলুদহাটায় একটি চক্র জেলা পরিষদের ২৪ শতক জায়গা দখল করে রেখেছে।

তারা জেলা পরিষদকে একটি টাকাও খাজনা দেয় না। দ্রুতই উচ্ছেদ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন ক্ষমতা বান ব্যক্তি রেহায় পাবেন না।

জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন,
হলুদহায় অনেক আগে একজন ব্যক্তি এক বছরের জন্য ২৪
শতকের মধ্যে সামান্য কিছু জায়গার লিজের টাকা জেলা
পরিষদকে নিয়েছেন।

তারপর থেকে ১০ থেকে ১২ বছর যাবদ কেউ একটি টাকাও দেননি। ওখানে কারো নামে কোন জায়গা লিজ নেই।।ওরা সবাই দখলদার। দখলমুক্ত করার জন্য জেলা পরিষদ অতি দ্রুত উদ্যোগ নেবে ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ ক রবে।

oppo_2

 

 

One thought on “যশোরের চৌগাছা বাজারের হলুদহাটায় জেলা পরিষদের ২৪ শতক জমি বেদখল”
  1. যশোরের চৌগাছা বাজারের হলুদহাটায় জেলা পরিষদের ২৪ শতক জমি বেদখল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *