মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর রাণীনগরে ১৭ঘন্টার ব্যবধানে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মৃত আব্দুল রাজ্জাক উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে। সোমবার (৫জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে খুলনা থেকে চিলাহাটি গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত আব্দুল রাজ্জাক একজন মাদুর
ব্যবসয়ী। তিনি কুষ্টিয়াতে মাদুর বিক্রয় করে সোমবার রাতে
সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন। রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় রেলওয়ে ব্রিজ সংস্কারের কাজ চলার জন্য ট্রেনের গতি কমালে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাদী না থাকায় পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য গত সোমবার (০৫জুন) সকালে রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কয়সের সরদার (৫০) নামে এক মাদুর শ্রমিক আত্মহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *