আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহার পৌর শহরে পুকুরের পানিতে ডুবে মোজাহার হোসেন(৬২) নামের এক মাদক সেবীর মূত্যু হয়েছে। সোমবার রাত ৮টারদিকে সান্তাহার পৌরসভার মালশন মহল্লায় এই ঘটনা ঘটেছে। সে ওই মহল্লার মৃত অহির উদ্দীনের ছেলে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,মোজাহার হোসেন প্রতিদিন বাংলা মদ সেবন করেন। সোমবার সে সান্তহার শহর থেকে অতিরিক্ত মদ সেবন করে বাড়ি ফেরেন। নেশাগ্রস্থ অবস্থায় সে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিলেন ।
পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় নিজেকে সামাল দিতে না পেরে এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
সান্তাহার পৌরসভার কাউন্সিলর জার্জিস আলম মোজাহার হোসেনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ##