রহমত আরিফ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে চলতি অর্থ বছরে এডিপি’র বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে ও বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩শ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, প্রায় ২ হাজার ৬শ ছাত্রীর জন্য স্যানেটারি ন্যাপকিন, সদর উপজেলার অতি দরিদ্র প্রায় ২শ পরিবারের মাঝে নলকূপ এবং প্রান্তিক প্রায় ২শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে উল্লেখিত উপকরণসমূহ গ্রহন করেন।

এছাড়াও কৃষি প্রণোদনা হিসেবে সদর উপজেলায় প্রায় ৩ হাজার ৪শ প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ মিলে মোট ২০ কেজি সারপ্রদান কার্যক্র ম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হবে বলে জানান সদর উপজেলা চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *