আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইভটিজিংয়ে বলি হয়ে স্কুলের কোচিং ক্লাস থেকে বাড়ী ফিরেই আত্মহত্যা করতে বাধ্য হওয়া অনি রায়ের পরিবারের পাশে দাড়ালেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব। সোমবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার সময় অনি রায়ের বাড়িতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সদস্যরা উপস্থিত মেধাবী শিক্ষার্থীর অকালে চলে যাওয়ার বিষয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার সাথে ইভটিজিংয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনতে যতপ্রকার সহযোগিতার দরকার হবে সেটার বিষয়ে সর্বদা ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব তাদের পাশে থেকে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও ইভটিজিংয়ে বলি হওয়া অনির মা কনিকা রায় কান্না বিজড়িত কন্ঠে তার মেয়ে হত্যার বিচার চান। সেই সাথে সকল আসামি গ্রেফতার না হওয়ায় তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, অর্ত সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য আলমগীর হোসেন, ফজলে হোসেন বাদশা, সাবেক পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, স্থানীয় সমাজকর্মী রাজু আহমেদ সহ আরো অনেকে।