রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া সারোয়ার পরিবহন এর উদ্যেগে ২০০শ অসহায় দরদ্রি-অসহায়দের মাঝে সেমাই চিনি ও দুধ বিতরণ করা হয়েছে। সকালে মুন্সিপাড়া খাদেমুলের বাগানে। সারোয়ার পরিবহন আয়োজনে ব্যানারে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় ২০০ শ অসহায় ও দুস্থদের মাঝে সেমাই চিনি ও দুধের কৌটা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির,জেলা যুবলীগের সহ সভাপতি ইন্দ্রজিত গুহ ঠাকুরতা,৮ নং ওযার্ড সভাপতি মোঃ ফরহাদ,পরিচালনা করেন সারোয়ার সে বলে প্রতি বছরে আমি ঈদ উপহার দেই দোয়া করবেন আরো যেন দিতে পারি সবাই ভালথাকেন। আরো স্থানীয় গণ্য-মান্য ব্যাক্তিবর্গ।