আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এসময় ডাকাকির কাজে ব্যাবহীত খেলনা রিভাল ভার, বার র্মীচ চাকু,হাসুয়া,হাতুরী, রশিসহ চরটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

থানা পুলিশ সুত্রে জানাযায়, বুধবার রাত ৩ টারদিকে আদ মদীঘি থানার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির এস আই বকুল হোসেন সংগীয় ফোসসহ রাত্রিকালী রনপাহারা ডিউটিকরার সময় সান্তাহার পৌর এলাকার মালশন এলকায় সান্তাহার-রানীনগর সড়কের উচু ব্রিজের নিকট ডাকাতির করার প্রস্তু তিকালে ডাকাতদল পুলিশের উপস্ততি টেরপেয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে মোঃ মেহেদি হাসান আকাশ (২০) মোঃ শাকিল ওরফে শান্ত (২৪), মোঃ মোহন ওরফে শাহিন (২৫ কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ডাকাকির কাজে ব্যাবহীত খেলনা রিভালভার,বারর্মীচ চাকু,হাসুয়া ,হাতু রী, রশিসহ চরটি মোবাইল ফোন,কালো রংঙ্গের এফ জেট ১৫০ সিসি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক ওই তিন ডাকাতকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয় তথ্যের ভিত্তিতে পুলিশ সান্তাহার পৌর এরাকার হাউজিং কলোনীর মৃত গেীর চন্দ্র সরকারের ছেলে শ্রী জীবন সরকারের ভাড়ার
বসাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরোও ৪ জন কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ জিয়ারুল ইসলাম জিয়া (৩২), মোঃ খায়রুল ইসলাম জয়(২৪)মোঃ হুদয় হোসেন (২৪) মোঃ ইসতিয়াক আহমেদ শিহা কে গ্রেফতার করেছে।

এসময় কুক্ষাত ডাকাত রাজু পালোয়ান পালিয়ে যায়। আক টক ডাকতদেও বিরুদ্ধে বিভিন্ন থানায় একধিক মামলা রয়ে ছে বলে পুলিশ জানিয়েছেন।

বৃস্পতিবার বেলা ১১টারদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপা র(আদমদীঘি-দুপচাঁচিয় সার্কেল) নাজরান রউফ ।

এসময় থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী’সহ থানার অন্যা ন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন.।

One thought on “আদমদীঘিতে পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *