আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
এবার ছাগলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হয়ে ছে।
ফুলের গাছ খাওয়ার অপরাধের আজুহাত দেখিয়ে  খোঁয়াড়ে দেওয়া হয়েছে ৪ টি ছাগল।
থানার কর্তব্যরত পুলিশ সদস য প্লটফর্ম থেকে ধরে নিয়ে গিয়ে ওই ৪টি ছাগল খোঁয়াড়ে দিয়েছে।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনের নির্দেশে ছাগলগুলো খোঁয়াড়ে দেওয়া হয়েছে ।
যদিও বিষয়টি তিনি অস্বীকার করেন আর পুলিশ ওই ৪টি ছাগল দিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন খোয়াঁড় মালিক মো: পিন্টু।
জানাযায়, মঙ্গলবার দুপুরের দিকে চারটি ছাগল সান্তাহার জংশন সটেশনের প্লাটফর্মে এসে ঘোরাঘুরি করছিল।
এমন সময় স্টেশন এলাকা থেকে থানার ফুল গাছ খাওয়ার অপরাধের অজুহাতে দেখিয়ে ওই ছাগলগুলোকে উপজে লার দমদমা গ্রামের পিন্টুর খোঁয়াড়ে দিয়ে আসে পুলিশ।
আর ওসি মোক্তার হোসেনর নির্দেশে ছাগলগুলো খোঁয়াড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য  ১৫ ডিসেম্বর ওসি টাকার বিনিময়  ছাগল ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা মিডিয়ায় সংবাদ প্রকা শ করার পর থেকে ওসি ছাগল বিদ্বেষী হয়ে ওঠে এবং ছাগ ল দেখলেই ক্ষিপ্ত হয়ে সেগুলো ধরে এখন আইনগত ব্যবস্থার মাধ্যমে ছাগলের খোয়ারে দিচ্ছেন।
এতে সচেতন ব্যক্তিরা বলছেন আগের অপরাধ থাকতেই তিনি এমনটা করছেন স্টেশন কলোনির ছাগল মালিক লিটন বলেন, আমি শুনতে পাই আমার দুটি ছাগ ল স্টেশনে ফুলের গাছ খেয়েছিল।
তাই  ফুলের গাছ খাওয়ার অপরধে প্ল্যাটফর্ম  থেকে আমার ২ ছাগলকে খোঁয়াড়ে দিয়েছিল।
পরে খোঁয়াড় থেকে ছাগল নিয়ে আসা হয়েছে। তবে কারা ছাগল খোঁয়াড়ে দিয়েছে সেটা আমি জানি না।এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন মুঠোফোনে বিরক্তের সুরে বলেন, আমি এগুলো জানি না ভাই, কে ছাগল ধরেছিল, কি করেছিল এগুলো আমাকে বলেন না প্লিজ। তিনি বলেন, ছাগল যদি কেউ  ধরে থাকে, বিধি নিয়মে ধরেছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছ গল খোঁয়া ড়ে দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ যদি দিয়ে থেকে, তাহলে  দিয়েছে, রাগান্বিত স্বরে বলে সংযোগটি কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *