চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার টেং গুর পুর গ্রামে ২০২২ সালের এপ্রিল মাসে একই সময়ে আয়ুব আলী খান ও তার সহোদর ইউনুছ আলী খান (লোমহর্ষক জোড়া) হত্যা হয়। এই হত্যা মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে।

গত ২৫ অক্টোবর যশোরের  মহামান্য ৩য় অতিরিক্ত দায় রা জজ  মোঃ তাজুল ইসলামে এর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউট রের সাথে যশোর বারের সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস।

অন্যদিকে আসামী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. উজ্জ্বল হোসেন।

তার সাথে  ছিলেন এ্যাডভোকেট জনাব আলমগির সিদ্দি কী, এ্যাডভোকেট করিম মন্ডল ও এ্যাডভোকেট আবুল খায়ের।

এ দিন মামলার শুনানি শেষে, আদালত আগামী ০৮ই ন ভেম্বর এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন মহা মান্য আদালত।

উপজেলার টেঙ্গুরপুর গ্রামের এই জোড়া হত্যা মামলার এজহারভুক্ত আসামিরা হলেন বিল্লাল হোসেন খান (৪৫) ও তার স্ত্রী রুপালী বেগমকে (৩৫),বিল্লা­লের ভাই বিপুল খান ও মুকুল খান এ মামলার এজহারভুক্ত চারজন আ সামী বলে জানা গেছে।

মামলার এজহারের বিবরনে জানাযায়,গত বছরের  ৭ এপ্রি ল রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনায় (ক্ষেতে কাজ ক রা মজুর দেখা নিয়ে) কথা কাটাকা টির জেরে একই গ্রা মের তিন সহোদর বিল্লাল খান, মুকল খান, বিপুল খান ও বিল্লালের স্ত্রী রুপালী চাপাতি, হাসুয়া ও বটি দিয়ে কু পিয়ে হত্যা করে উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আয়ুব হোসেন খান (৬৫) ও তার ভাই ইউনুস আলী খানকে (৫৫) হত্যা করে।

এ ঘটনায় এ সময় আয়ুব হোসেনের ছেলে আসাদুজ্জা মান খান (রণি) গুরুতর আহত হয়।

এ মামলার আসামি বিল্লাল  বিপুল ও মুকুলরা নিহত আ য়ুব ও ইউনুছদের ক্ষেত ও কাঠগোলায় কাজ করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *