মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
গরীব অস্বচ্ছল পরিবারের গরীব মেধাবী শিক্ষার্থী ঢাবিতে চাঞ্চ পাওয়া জিহাদ হাসানকে সংবর্ধনা দিয়েছে হেল্পফুল হ্যান্ড ফাউন্ডেশন।

বুধবার (২১ জুন) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকাবিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ৫১৯তম স্থান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধা

তালিকায় ৩৬তম স্থান এবং গুচ্ছ ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় ৪৭১তম স্থান পাওয়া মেধাবী জিহাদ হাসান কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মো: শাজাহান
আলীর ছেলে। জাহিদের পিতা একজন ইটভাঙ্গা শ্রমিক। তার বড় ভাই জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এছাড়াও জিহাদ হাসানকে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩ বছর ধরে হেল্পফুল ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করে আসছিল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিহাদের পিতা মো: শাজাহান আলী মাতা জাহানারা বেগম, হেল্পফুল হ্যান্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সহ-সভাপতি মারিয়া সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক তানজুম হাসান মিহিকা, ত্রাণ ও দুর্যোগ
বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন ইমনসহ অন্যরা। মেধাবী জিহাদ হাসান এতটাই অসহায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে দু:চিন্তায় ছিলেন। এছাড়াও ভর্তি পরিক্ষার আগে বিভিন্ন
কোর্সিং করানো, ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাতায়াত খরচ করতে তার পরিবার বিভিন্ন ব্যক্তি ও এনজিও কাছ থেকে ঋণ নিয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় এক সাংবদিক তাকে নিয়ে ফেসবুকে পোষ্ট দিলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, কালীগঞ্জ পৌরসভার মেয়র
আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানসহ অনেকে তার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং অনেকে আথিক
সহযোগিতা করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল হ্যান্ড ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করে আসছে। মুলত এই সংগঠনের অধিকাংশ সদস্যই ছাত্র । ২০১৬ সাল থেকে তারা কাজটি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *