মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলেছে।

মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁ পানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। কয়েকদিন ধরে দিনে কিছু ক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে নওগাঁ।

মেলেনি সূর্যের দেখা। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকা য় শীতের তীব্রতা ব্যাপক হারে অনুভূত হচ্ছে।

এ কারণে দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপ মাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল রোববার যা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর বলেন, দিন যাচ্ছে তাপমাত্রা আরও নিম্নমুখী হচ্ছে। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ রকম তাপমাত্রা আরও দুএকদিন অব্যাহত থাকতে পারে।

এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় জেলার সকল মাধ্যমিক, প্রাথমিক স্কুল ও মাদরাসা বন্ধ ঘোষনা করা হয়েছে।

শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে।

সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।একদিকে দ্রব্যমূল্যর উর্ধগতি অন্যদিকে শীতের প্রকোপে গরিবদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

উষ্ণ কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন অনেকে।

One thought on “নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ডিগ্রি:বিপাকে নিম্ন আয়ের মানুষ –”
  1. নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ডিগ্রি:বিপাকে নিম্ন আয়ের মানুষ –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *