মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগায় সর্বজনীন পেনশন স্কিম জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভা পতিত্বে আয়োজিত আলোচনা সভায় পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম,প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। কোন স্কিমে মাসিক কত টাকা করে কত মাস পর্যন্ত কিস্তি দিতে হবে এবং ঐ ব্যা ক্তি কতমাস পর্যন্ত কত টাকা করে পেনশন প্রাপ্ত হবেন সে
নিয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে আয়ো জিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যা ডভোকেট এ কে এম ফজলে রাব্বি,অতিরিক্ত জেলা প্রশা সক সোহেল রানা, সোনালী ব্যাঙ্কের ডিজিএম ওলিউল ইস লাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ,
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ আব্দুল খালেক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান, অগ্রনী বংকের এসও
রোকনুজ্জামান, আশা’র জেলা ম্যানেজার টি এম হালিম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজহার আলী বক্তব্য রাখেন ।

One thought on “নওগাঁয় সার্বজনীন পেনশন স্কিম কমিটির সভা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *