রহমত আরিফ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়ো জনে র মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়।

মঙ্গলবার বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এবারের প্রতিপাদ্য বিষয় “সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা”।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গা নাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপিয়ান ইউনি য়ন (ইইউ )’র অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশা সক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা সমাজসেবা উপপরিচালক মো: আল মামুন, সিভিল সার্জন ডা: নুর নেও য়াজ আহমেদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক রাহমাতুল্লাহ খা,  প্রতিবন্ধি বিষয়ক কর্মক র্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে র পরিচালক মো: আমিরুল ইসলাম, ফ্রীড মাতৃছায়া অটি ষ্টিক শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাসহুরা বেগম হুরা প্রমুখ।

এর আগে প্রতিবন্ধীদের মাঝে ৬টি টাই সাইকেল বিতরণ করা হয়।

One thought on “বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *