সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ২০০২ সালের ৩০ আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা র গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দীনকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর
সদস্যরা।

রোববার ভোর রাত ২টার দিকেচুয়াডাঙ্গার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাতক আসামী মোঃ আলাউদ্দীন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশ পুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

রোববার এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় কর্মকান্ডে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় পৌঁছালে তাকে হত্যার উদ্দেশ্যে হাত বোমা ও আগ্নেয়াস্ত্রসহ গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩টি মামলা রুজু হয়।

সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে এ ঘটনা প্রমাণিত হওয়ায় ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দীন ওই মামলায় ১৬ বছর কারাদন্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দীর্ঘ সময় সে আত্মগোপনে থাকেন। এরপর গোপন সূত্রে খবর পেয়ে, রোববার ভোর রাত ২টার দিকে
তাকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ এর একপি অভিযানিক দল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক ভাবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী আলাউদ্দীনকে এখনো থানায় হস্তা ন্তর করা হয়নি।

থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে তাকে
কারাগারে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *