আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে লুৎফর রহমান নামের এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া
হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে
তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলী।

শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক লুৎফর রহমান জানান, ‘আমার দুই পা অচল। আমি ভিক্ষা করে সংসার চালাই।

আমার ঘরের প্রয়োজন ছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীনকে জানালে তিনি আমার কস্টের কথাগুলো ইউএনও স্যারকে জানান।

এরপর আমাকে তিনি দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। এই সহায়তা পেয়ে আমি ও আ মার পরিবার অত্যন্ত খুশি হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *