ডেস্ক নিউজ:দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রায় দুই ডজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।

বর্তমান মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং আও য়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও নির্বাচনে বিপর্যয় হয়েছে।

এবারের নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হয়েছেন বেসা মরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরা জিত হয়েছেন।

এছাড়াও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণা ল কান্তি দাস ন্যূনতম ভোটের ব্যবধানে পরাজিত হয়ে ছেন তার দলেরই বিদ্রোহী প্রার্থীর কাছে।

নেত্রকোণার একটি আসন থেকে পরাজিত হয়েছেন আও য়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল। তিনিও কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

পরাজিত হয়েছেন মাদারীপুরের একটি আসন থেকে আও য়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়ে ছেন। এছাড়াও ১৪ দলের শরিকদের তিনজন হেভিওয়েট নেতা পরাজিত হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু। তিনি কুষ্টিয়া-২ আস ন থেকে পরাজিত হয়েছেন।

পিরোজপুরের একটি আসন থেকে পরাজিত হয়েছেন জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু এবং রাজশাহী-২ আসন থেকে পরাজিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ওয়া র্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাসহ একাধিক আলোচিত নেতা এবারের নির্বাচনে জয়ী হতে পারেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *