বি এম রাকিব হাসান,খুলনা  : খুলনার ডুমুরিয়া উপজে লায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবা রের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে। নিহতরা সবা ই ইজিবা ইকের যাত্রী।

এরমধ্যে ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় খুলনা চুকনগর সড়কের খর্নীয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ।

নিহত পাঁচজন হলেন ইজিবাইক চালক ডুমুরিয়া উপজে লার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩০), তার মেয়ে শিশু অর্নি বিশ্বাস (৪),

শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অম রী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৫) ও আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৩)

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,, ডুমুরিয়ার খুলনা—সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে মাটিবা হী ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্নি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাসকে (২৮) ডুমুরি য়ার ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে ভর্তি করেন।

পরে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলে জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু অর্নি বিশ্বাস (৪) মারা যায়।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ বলেন, বিকেল পৌনে চারটার দিকে দুর্ঘটনা ঘটে।

চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন।

ইজিবা ইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। খুলনা থেকে ইটবাহী একটি ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আশঙ্কাজনক অব স্থায় পাঁচজনকে ডুমুরিয়া উপজে লা স্বাস্থ্য কমপে¬ক্সে পাঠানো হয়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ এলা কায় সাতক্ষীরাগামী ড্রাম ট্রাকের সঙ্গে খুলনাগামী ইজিবা ইকের সংঘর্ষ হয়।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবা ইক জব্দ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরে খুলনা—সাতক্ষীরা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভি সের সদস্যরা চেষ্টা চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

One thought on “খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রীর প্রান গেল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *