চুয়াডাঙ্গা প্রতিনিধি:  জীবননগর আলো ডায়াগনস্টিক সেন্টা রে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভি যান,চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জীবননগর সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র।

এ সময় তিনি বলেন,ফ্রি রোগী দেখার নাম করে সাদা কাগ জে প্রেসক্রিপশন করে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অংকের টাকা বিভিন্ন সিন্ডিকেট এর মাধ্যমে তিনি এই কাজ করেন।

রাশেদ নিজেকে অনেক বড়ো মাপের ডাক্তার পরিচয় দিলেও সাদা কাগজে প্রেসক্রিপশন  করেন ।ভুয়া রিপোর্ট দিয়ে হাতি য়ে নেন মোটা অংকের টাকা।

কনসালটেন্সি সেন্টারের নাম করে নিবন্ধন নিলেও প্রতিদিন বসেনা কোন কনসাল্টেন্ট।

কনসালটেন্ট সেজে দিনের পর দিন সাদা কাগজের প্রেসক্রি পশন কনসালটেন্টের চেয়ারে বসে রাশেদ নিজেই।

কিন্তু আজ অভিযান পরিচালনার সময় পাওয়া যায়নি ডি এম এফ ডাক্তার রাশেদ।

এটাও এক প্রকার প্রতারণার শামিল বলে ধরনা করছে সাধারন রোগিরা।

এ অভিযানে সহযোগীতা করেন জীবননগর স্বাস্থ্য কমপ্লে ক্সের আর এম ও মুস্তাফিজুর রহমান সুজন, সেনেটারী ইনস্পেকটর আনিসুর রহমান, ভূমি অফিসের কর্মকর্তা সহ জীবননগর থানা পুলিশের একটি টিম।

অভিযানের  সময় ডাক্তার রাশেদ একজন আয়া কে সমানে নিয়ে আসেন এবং ভ্রাম্যমান আদালতের সে নিজেকে পরি চয় দেন ল্যাবঅ্যাসিস্ট্যান্টসহ বা টেকনিশিয়ান।

এলাকাবাসীর দাবি ভুয়া ডাক্তার রাশেদ এবং তার পরিচা লিত আলো ডায়াগনস্টিক সেন্টার বন্ধের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবে কতৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *