রহমত আরিফ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের সাংবাদি কদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেল ন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় নতুন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পা দক লুৎফর রহমান মিঠু, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু (এখন টিভি), সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সামসুজ্জুহা (ইনডি পেনডেন্ট টিভি), সদস্য এসএম জসিম উদ্দিন (একুশে টিভি), জয় নাল আবেদীন বাবুল (আরটি ভির স্টাফ রিপোর্টা র), হারুন অর রশিদ (দৈনিক বাংলাদেশের খবর), রেজওয়ানুল হক রিজু (দৈনিক লাখোকন্ঠ), শাহ মো: নাজমুল ইসলাম (দৈনিক সকালের সময়), সাংবাদিক মজিবর রহমান শেখ (দৈনিক নবচে তনা), মো: সাদ্দাম হোসেন (দৈনিক আজকের পত্রিকা), এমএ সামাদ (এটিএ ননিউজ), আব্দুল আওয়াল (সিএনআই) প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উত্তর প্রসা দ পাঠককে ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ তেকে ফু লেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি, সাধার ণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময়কালে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রকি মিডি য়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জেলার বিভিন্ন উন্নয়ন-সম্ভাবনা এবং নানা সমস্যা এবং তা সমাধানে গুরুত্বপুর্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও সর্বোপরী জেলার আইন-শৃংখলা উন্নয়ন কল্পে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

One thought on “ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের  মতবিনিময়”
  1. ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *