ডেস্ক নিউজ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের আগুন সন্ত্রাস মানুষের মনে আছে।

বিএনপির প্রতি মানুষের অনিহা—ঘৃণা জন্মেছে। তাদের জনগণ পছন্দ করে না।

যারা গণতন্ত্র বানানই জানে না, তাদের মুখে আবার গণ তন্ত্র।

ওদের গণতন্ত্র মানে জ্বালাও—পোড়াও, আর রেলে আগুন দিয়ে মায়ের বুকে শিশু পুড়িয়ে মারা।’

আজ রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মানুষ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আধুনিক ডিজিটাল বাংলাদেশে এসব অপরাধীদের খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে।

এবারের নির্বাচনে অনেক চক্রান্ত—ষড়যন্ত্র ছিল, তবে যত বেশি বাধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে।

সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো।’

আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবকিছু করব।

বিশ্বব্যাপী করোনা মহামারিসহ নানাবিধ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।

সুতরাং আমাদের দেশে যেন সেই খাদ্য সমস্যা না হতে পারে সেদিকে খেয়াল রেখে এক ইঞ্চি জমিও ও খালি রাখা যাবে না।’

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমার সব।

আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, সে ভালো বাসা ভুলবার না।

আপনাদের ভোটে আমি বারবার নির্বাচিত হই।’

এর আগে গতকাল শনিবার ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে পৌঁছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

আজ বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভা শেষে সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

One thought on “বিএনপিকে মানুষ পছন্দ করে না:প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *