রাকিব হাসান, মাদারীপুর:
মাদারীপুর শহরের শান্তি নগর এলাকায় ১৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকালে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে দিনব্যাপী শান্তি নগর খেলার মাঠে এলাকাবাসীর আয়োজনে হাজার হাজার অভিভাবকসহ শিশু কিশোর পদ চারণে মুখরিত হয়েছে খেলার মাঠটি।
পরে সকাল ১০টায় জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন,বীর মুক্তযোদ্ধা বেলায়েত হোসেন মানিক,সোহরাব হোসেন হাওলাদার, হাজী চানমিয়া।
দিনব্যাপী এ খেলার  মধ্যে রয়েছে,ঝুড়িতে বল নিক্ষেপ ,মার্বে ল কুড়ানো,চামচ দৌড়, পুকুর পাড়, লেজ বান্দর,বিস্কুট দৌ ড়,মোরগ লড়াই,মার্কেল কুড়ানো,পুকুর পাড়,চোখ বেধে মার্বে ল কুড়ানো,পেপসি দৌড়,চকলেট দৌড়, চোখ বেধে মার্বেল কুড়ানো,দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ,, ভারসাম্য দৌড়, রিলে রেইচ, চকলেট দৌড়,অংক দৌড়, গুপ্তধন উদ্ধার এবং সাংস্কৃ তিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, পল্লীগীতি, দেশাত্ববোধক গান, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
শান্তিনগর এলাকার সকল যুবকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃ অলিউল আহসান কাজল ,মোঃ অহিদুজ্জামন খান,আদনান দাইনসহ এলাকার গণ্যমা ন্য ব্যক্তিবর্গরা।
বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃ ন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
One thought on “শান্তি নগর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *