আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে ইরি-বোরোর ভরামৌসুমে জমিতে সেচের পানি না দেওয়ার অভি যোগ উঠেছে এক স্কীম পরিচালনাকারী কৃষক আহম্মেদ
আলীর বিরুদ্ধে।

একারনে পৌর এলাকার কলসা মৌজায় প্রায় অর্ধশত বিঘা জমিতে হালচাষ দিতে পারছেনা ওই স্কীমে জমি থাকা কৃষ করা। তারা ঘটনা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ঘট নার প্রতিকার ও একটি নতুন সেচ প্রকল্প স্থাপনের দাবী জানিয়ে একটি আবেদন করেছেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগে জনাযায়, দীর্ঘদিন ধরে উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মছির আলীর ছেলে আহ ম্মেদ আলী তার নিজ কৃষি জমিসহ এলাকার কৃষকের অর্ধ শত বিঘা জমিতে সেচ দিয়ে আসছিলেন। কিন্তু জমিতে সঠিকভাবে সেচ না দেওয়ার একারনে ধানের ফলন আশা নুরূপ হচ্ছিল না ভুক্তভুগি কৃষকরা। চলতি মৌসুমে নিজ জমি ছাড়া অন্য কোন কৃষকের জমিতে পানি দিবেন না বলে তিনি সাফ জানিয়ে দেন।

এমন ঘটনার প্রতিকার চেয়ে ২৩ ফেব্রুয়ারী ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী অফিসার বরাবর নতুন একটি স্কীম স্থাপনে দাবি জানিয়ে আবেদন প্রদান করেন।

এব্যাপারে স্কীমের মালিক আহম্মেদ আলীর সাথে কথা বল তে যোগাযোগ করা হলেও তাকে না পাওয়ায কথা বলা
সম্ভব ঞয়নি।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, জমি তে সেচের পানি না দেওয়ার অভিযোগটি পেয়েছি।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করা
হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *