ডেস্ক নিউজ:দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল (কেজেডএন) প্রদেশের পিটারমারিটজবার্গ শহরে একই পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পুলিশ রিপোর্ট অনুযায়ী, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পিটারমারিটজবার্গের একটি বাড়িতে হামলা চালায় এবং পরিবারের সদস্যের ওপর এলোপাতাড়ি গুলি করে।
হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথ।
সন্দেহভাজনদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ এই মুখপাত্র বলেন, ‘দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন নিহত হয়েছে, অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ তাদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে।
কিছুদিন ধরেই দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে সোয়েতো শহরে একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়।